নবাবগঞ্জে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন

468
সালমান এফ রহমান

নবাবগঞ্জে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার চুড়াইন সাংস্কৃতিক সংঘের মাঠে আয়োজিত মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী।

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, শুধু আওয়ামীলীগের ভোটে ক্ষমতায় আসা সম্ভব নয়। নিরপেক্ষদের ভোট আদায় করতে হবে। এমনকি বিএনপি নেতাকর্মীদের কাছেও ভোট চাইতে হবে। আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ঢাকা-১ আসন উপহার দিতে চাই।

সালমান এফ রহমান

সালমান এফ রহমান এ ধরনের মেলার আয়োজন করে গ্রামীন ঐতিহ্য ধরে রাখায় মেলা কতৃপক্ষকে ধন্যবাদ জানান, এছাড়াও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ দোহার নবাবগঞ্জ সংসদীয় আসন থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

সালমান এফ রহমান

মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়লের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিপিএল এর অন্যতম ফ্রাঞ্চাইজি ঢাকা ডাইনামাইটসের চেয়ারম্যান সায়ান এফ রহমান, ঢাকা ডাইনামাইটস এর প্রধান নির্বাহী ওবায়েদ আর নিজাম, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক অসীম সরকার, ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম, ঢাকা জেলা(দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, গালিমপুর ইউপির চেয়ারম্যান তপন মোল্লা, আগলা ইউপির চেয়ারম্যান আবেদ হোসেন প্রমূখ।

অন্য খবর  শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত 

সালমান এফ রহমান

আপনার মতামত দিন