নবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

551

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মো. কাউছার (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও আশিকুজ্জামান সেতু (২২) নামে এক মাদকসেবীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুর আড়াইটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান এ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত মো. কাউছার উপজেলার গালিমপূর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের হাজী ফরহাদ উদ্দিনের ছেলে ও আশিকুজ্জামান কলাকোপা ইউনিয়নের বাগ বিবিরচর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুল ইসলাম জানান, সকাল ৯টায় উপজেলার নোয়াদ্দা এলাকায় মাদক সেবনের সময় আশিকুজ্জামান সেতুকে আটক করে পুলিশ।

এরআগ সকাল সোয়া ১০টায় উপজেলার দূর্গাপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী কাউসারকে আটক করা হয়। এ সময় তার কাছে চার পিস ইয়াবা পাওয়া যায়।

দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামান সেতুকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং মাদক ব্যবসায়ী কাউছারকে এক বছরের কারাদণ্ড দেন।

আপনার মতামত দিন