নবাবগঞ্জে মহাকবির ৬৮তম মৃত্যু বার্ষিকী পালিত

167

মহাকবি কায়কোবাদের ৬৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে কবির স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় উপজেলার চৌকিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা করা হয়। মহাকবির কায়কোবাদ স্মৃতি পরিষদ এর আয়োজন করে।

সংগঠনের সভাপতি আবুল কালাম মল্লিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান লেবন। বক্তব্য রাখেন, কবির নাতি মো. নাজিম আল কোরেশী, সমাজকর্মী- আব্দুস সোবাহান, বেলায়েত হোসেন স্বাধীন, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আরশাদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী রতন, সদস্য মো. শাহীন প্রমূখ।

আপনার মতামত দিন