ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের ইছামতি নদীর শাখা সাদাপুর খালের ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৫ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও নগদ ১ হাজার টাকা বিতরণ করা হয়। গত শুক্রবার সাদাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলাম।
নবাবগঞ্জের ইউএনও শাকিল আহমেদ বলেন, তালিকা তৈরি করা হচ্ছে। ত্রাণ এলে দেওয়া হবে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুল্লাহ মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল প্রমুখ।
আপনার মতামত দিন