ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সার্ভিসলাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাসুদ (২৫) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
২১ মে বুধবার বিকালে উপজেলার বকচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ পাবনা জেলার চাটমোহর উপজেলার বাটিখালী গ্রামের মো. আশরাফুলের ছেলে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে নয়নশ্রী ইউনিয়নের বকচর এলাকায় বিদ্যুতের সংযোগ বন্ধ করে মূল লাইনে সংস্কার কাজ চলছিল। কাজ শেষ করে মাসুদ খুঁটি থেকে নামতে ছিলেন। হঠাৎ বিদ্যুতের সংযোগ দেওয়া হলে লোহার খুঁটি থেকে তার শরীরে বিদ্যুৎ সঞ্চারিত হলে সে মাটিতে পড়ে যায়। অন্য শ্রমিকরা তাকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত দিন