নবাবগঞ্জে বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনঃ উদ্বোধনী খেলায় বান্দুরা জয়ী

265

গাজী নাদিম মাহমুদঃ নবাবগঞ্জ উপজেলায় বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এর আয়োজিত এ টুর্ণামেন্টে উপজেলার ১৪টি ইউনিয়নের দল অংশগ্রহণ করবে।  উদ্বোধনী খেলায় জয়কৃষ্ণপুর ইউনিয়ন একাদশ ও বান্দুরা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় পরে ট্রাইবেকারে ৪-৩ গোলে বান্দুরা একাদশ জয়লাভ করে।

প্রধান অতিথির বক্তৃতায় ঢাকাজেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন তিনি বলেন, যুব সমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কেন না আজকের যুবকরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোলাম আজাদ, দোহার সার্কেলের সিনিয়র এএসপি মাহবুবুর রহমান, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, দোহার থানার ওসি সিরাজুল ইসলাম প্রমূখ।।

আপনার মতামত দিন