নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দোহার নবাবগঞ্জ শাখা বিএমএ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) কামরুন নাহার।
এ সময় কোয়ান্টামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন, কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগারের রক্ষক ডা. গঙ্গা গোবিন্দ পাল, দোহার নবাবগঞ্জ উপজেলা শাখার বিএমএ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শ্যামলাল পাল, স্বাস্থ্য অধিদপ্তরের (ডিপিএম) ডা. মোহাম্মদ হোসেন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, রাকিব পত্তনদার, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় রক্তদান করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাইফুল, সাদারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, ডিএন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম।