নবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

172

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্টে সোনাবাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। একই মাঠে বিকাল ৫টায় বঙ্গবন্ধু গোল্ডকাপে শোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দিন মনজু। প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

এসময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউর রহমান, বাহ্রা ইউপি চেয়ারম্যান- এ্যাড. সাফিল উদ্দিন মিয়া, পান্নু মিয়া, আবেদ হোসেন, তপন মোল্লা, ছাত্রলীগ নেতা তানজিল হোসেন অপু প্রমূখ।

আপনার মতামত দিন