নবাবগঞ্জে ফেনসিডিলসহ নারী আটক

737

নবাবগঞ্জ উপজেলায় দেড়শ বোতল ফেনসিডিলসহ রোজিনা (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা সদর মহাকবি কায়কোবাদ চত্বর থেকে তাকে আটক করা হয়। রোজিনা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহন মোল্লার স্ত্রী ও সুজন মোল্লার মেয়ে বলে জানা গেছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আজাহার উদ্দিন জানান, রোজিনা নামে ওই নারী দোহার উপজেলার মৈনটঘাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে নেমে কায়কোবাদ চত্বর মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে অবস্থান করছিল। এ সময় পুলিশ তাকে সন্দেহ করে এবং তার সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল পায়। পরে ঘটনাস্থল থেকে তাকে পুলিশ থানায় নিয়ে আসে।

 

আপনার মতামত দিন