নবাবগঞ্জে পূঁজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

349

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবাবগঞ্জ উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দোহার-নবাবগঞ্জ কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চাঁদ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ভাস্কর কান্তি চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির নবাবগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, ঢাকা জেলা পুজা উদযাপন পরিষদের সদস্যসচিব আশিষ কুমার মজুমদার, নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান, উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ পাল অপু, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য রাহুল দাস প্রমুখ।

আপনার মতামত দিন