জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের পাঁচ সফল মৎস্য চাষীকে সম্মাননা দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা সভা কক্ষে এ জাতীয় মৎস্য সপ্তাহের সমাপণি অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। মৎস্য চাষীরা হলেন- চুড়াইন ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী, অনুপম দত্ত নিপু, আব্দুল রাজ্জাক হিরু, সুভাষ চন্দ্র সরকার, অমর হালদার।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, মোঃহুমায়ুন কবির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ,দেওয়ান আওলাদ হোসেন সদস্য বাংলাদেশে আওয়ামী লীগ উপকমিটি, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রহিম খলিল, হিল্লাল মিয়া প্রমুখ।