নবাবগঞ্জে নৌকার গণসংযোগে সাবেক ছাত্রলীগ নেতারা

154
নবাবগঞ্জ

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী সালমান এফ রহমানের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন নবাবগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতারা। সোমবার সকাল ১০টায় দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ হান্নান উদ্দিনের নেতৃত্বে এই প্রচারনা চালানো হয়।

সোমবার সকাল ১০টার দিকে দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ হান্নান উদ্দিনের নেতৃত্বে তারা কলাকোপা ইউনিয়নের পোদ্দার বাজার ও কলাকোপা পুরাতন বাজার এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা ভোটারদের হাতে দলীয় প্রার্থী সালমান এফ রহমানের নৌকা মার্কার ছবি সম্বলিত প্রচারপত্র তুলে দেন এবং ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান। গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা- এজাজ আহমেদ পান্না, স্বপন কুমার সরকার, আরিফুর রহমান আরিফ, গোলাম মোস্তফা, আব্বাস উদ্দিন, শেখ নয়ন আলী, মুরাদ খান প্রমূখ।

আপনার মতামত দিন