নবাবগঞ্জে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত

325
নবাবগঞ্জ

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৩ জন করোনা আক্রান্তের সংবাদ পাওয়া গেছে। নতুন আক্রান্ত সবার বাড়িই নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। নতুন তিন জনের একজন ব্যাংকার, একজন ছাত্র ও আরেকজন শ্রমিক।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ জানান, রোববার দিবাগত রাতে পরীক্ষার ফলাফল পেয়ে তারা ওই তিনজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। আক্রান্ত তিনজনই উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বাসিন্দা। এরা সম্প্রতি রাজধানী ঢাকা থেকে ফিরেছেন। রাতে আসা পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই তিন রোগী শনাক্ত করা হয়েছে।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডাঃ অনুপ জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

আপনার মতামত দিন