নবাবগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

308

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ধলেশ্বরী নদীতে ডুবে ফারজানা (১০) ও রবিউল আওয়াল (৬) নামে দু’ভাই বোনের মৃত্যু হয়েছে। গত ৩ মে শুক্রবার দুপুরে বাড়ির পাশে নদীতে থাকা ড্রেজারের উপরে উঠে খেলতে গিয়ে তারা নদীতে পড়ে যায়। মৃত ফারজানা ও রবিউল আওয়াল উপজেলার দৌলতপুর গ্রামের মো. সোরহাবের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছেলে রবিউল ও মেয়ে ফারজানা ঘরে না ফিরলে মা হামিদা বেগম ও তার স্বজনরা তাদের খুজে বের হয়। এক পর্যায়ে ফারজানা ও রবিউলকে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে থাকা ড্রেজারে উপরে খেলতে দেখেছে বলে স্থানীয় এক ব্যাক্তি তাদেরকে জানায়। এ সংবাদ পেয়ে তার স্বজনরা নদীরঘাটে গেলে ফারজানা ও রবিউলের জুতা ভাসতে দেখে স্থানীয় জেলেদের খবর দিয়ে আনে। পরে জেলেরা নদীতে জাল ফেলে সন্ধ্যার দিকে ফারজানা ও রবিউলের মৃতদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে তাদেরকে কেউ জানায় নি।

আপনার মতামত দিন