শরীফ হাসান নিউজ৩৯ স্টাফ রিপোর্টারঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ তাঁতীলীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেককাটা ও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। এই অনুষ্ঠানটি নবাবগঞ্জ উপজেলা তাঁতী লীগ এর আয়োজন করা হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে র্যালী শেষ হয়। নবাবগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
সে সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপ-প্রচার সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলীল, জেলা দক্ষিণ তাঁতীলীগের সভাপতি রমজান মল্লিক, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পলাশ, সহ-সভাপতি মো. জামাল উদ্দীন আহমেদ, কার্জন আহমেদ।
উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এস এম সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান হিরন, উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি সাইফুর রহমান সজিব, সহ-সভাপতি শামীমুল আহাদ রনক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. নূর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ সুজন বাবু, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, কলেজ শাখার সভাপতি নাসির উদ্দীন প্রমুখ।