নবাবগঞ্জে তাঁতী লীগের সভা অনুষ্ঠিত

426

নবাবগঞ্জ উপজেলায় তাঁতী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় উপজেলা প্রেস ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন। এ সময় তিনি বলেন বর্তমান সরকারের সময় নবাবগঞ্জে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। কাঁচাপাকা সড়ক সংস্কারসহ নতুন সড়ক ও সেতু তৈরি হয়েছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি তাঁতী লীগের জাতীয় সম্মেলন সার্থক করতে নেতাকর্মীদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এসএম সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন রুমি, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সাধারণ সম্পাদক দেলোয়ার কবির প্রমুখ।

আপনার মতামত দিন