ঢাকা জেলার নবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সিংহড়া বিএনপির পার্টি অফিসে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, বিএনপির প্রথম ক্ষমতায় এসে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দেশে মাত্র চারটি পত্রিকা ছিল বিএনপি এসে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। বর্তমান সরকার একটি অবৈধ সরকার বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতায় আছে তারা একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছেন। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা সঙ্ঘবদ্ধ হওয়া যেকোনো মুহূর্তে তারেক জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম জিয়াকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আমরা বানাবো।
সে সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামসুজ্জামান শহীদ, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি কাজী মনিরুজ্জামান পবন, শোল্লা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আজম মিয়া, নবাবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাহিনুর ইসলাম রাহিন, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুয়াদ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী মেহেদী হাসান তপু সহ নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল,
নবাবগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মজনু দেওয়ান,নবাবগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব পল্লব আহমেদ, যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ আরো অনেকে।