নবাবগঞ্জে ছয় শ্রমিক আটক

385

নবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ট্রলারসহ ছয় শ্রমিককে আটক করেছে পুলিশ।গতকাল ১৬ মার্চ বৃহস্পতিবার পৃথকস্থান থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা এলাকায় অবৈধভাবে মাটি কাটার সময়ে দুটি মাটি ভর্তি ট্রলারসহ জহিরুল, আব্দুল আজিজ, কাবদালি নামে তিন শ্রমিককে আটক করে পুলিশ। অন্যদিকে দুপুর দেড়টার দিকে কলাকোপা ইউনিয়নের সাহেবখালী এলাকায় কৃষি জমি কেটে ইটের ভাটায় মাটি দেয়ার দায়ে মো. নূর আলম, আলমগীর ও মাহবুব নামে তিন শ্রমিককে আটক করে পুলিশ।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক সফিকুল ইসলাম সুমন জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

 

আপনার মতামত দিন