নবাবগঞ্জে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন বাতেন-ঝিলু

344

news39.net,Nawabgonj: নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইসস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলের লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু,  আলালপুরের আব্দুর রাজ্জাক মোল্লা ও মুসলেমহাটির মোল্লা ফারুক মনোনয়ন জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বাগমারার স্বপন কুমার সরকার, আগলা মাঝপাড়ার শওকত ওসমান, বড় বাহ্রার পত্তনদার মো. রাকিব, কাশিমপুরের মো. জসীম উদ্দিন, দক্ষিণ শোল্লার নুরুল আলম আতিকী, জালালচরের মো. আনোয়ার হোসেন বিদ্যুৎ, কলাকোপারের শেখ হান্নান উদ্দিন, সাদাপুরের হুমায়ন কবির, কান্দা খানেপুরের সোরহাব হোসেন, হাগ্রাদির আরিফুর রহমান খান, কলাকোপা গকুলনগরের চন্দন মন্ডল, বলমন্তচরের তাবির হোসেন পাভেল, দক্ষিণ চৌকিঘাটার মুশফিকুর রহমান পলাশ ও মুসলেমহাটির শেখ সুমন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন  সাতজন প্রার্থী। এরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা শিমু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নতুন বান্দুরার শাহিদা আক্তার, চরমধুচরিয়ার শিরিন চৌধুরী, ঘোষাইলের রেশমা আক্তার, ছোট বক্সনগরের সোহানা জামান দিপা ও মাধবপুরের প্রিয়াংকা খান মনোনয়ন পত্র জমা দেন।

অন্য খবর  খোলামোড়া এলাকায় চলছে খোলা বেবী ।কেরানীগঞ্জে ভ্রমন পিপাসুদের প্রিয় যান খোলা বেবী

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। ৬ মার্চ মনোনয়ন বাছাই ও ১৩ মার্চ প্রত্যাহারের শেষ তারিখ। ৩১শে মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

আপনার মতামত দিন