নবাবগঞ্জে চালু হলো বিআরটিসির এসি বাস

1422
নবাবগঞ্জে চালু হলো বিআরটিসির এসি বাস

নবাবগঞ্জের বান্দুরা টু গুলিস্তান রোডে শিতাতাপ নিয়ন্ত্রিত বি আর টি সি বাস চালু করেছে বিআরটিসি কর্তৃপক্ষ। স্থানীয় ও কর্তৃপক্ষের নিয়োজিত সুপার ভাইজার নজরুল এবং শ্রমিক নেতা শওকতের মাধ্যমে জানা যায় আপাতত ৪ টি বাস দিয়ে চালু করেছে বিআরটিসি বাস।অত্র এলাকার এমপি এ্যাডঃ সালমা ইসলাম বিদেশ থাকায় আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করতে পারেনি বাস কর্তৃপক্ষ।বিদেশ থেকে আসলে এর আনুষ্ঠানিকতা এবং প্রয়োজনে আরো বাস বাড়ানোর কথা রহিয়াছে।

এদিকে যাত্রীসংখ্যার বেশীর ভাগ লোকেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মতামত দিয়েছে অনেকে।

যাত্রী শুভা রানী বলেন এই ব্যবস্থাটি চালু হওয়াতে আমরা খুশী। আরেক যাত্রী ব্যাংকার আলমগীর হোসেন বলেন এ যেন মেঘ না চাইতে বৃষ্টি।

প্রতিদিন সকাল ৬.৩০ মিনিটে প্রথম বাসটি ছেরে যাওয়ার কথা রহিয়াছে। বান্দুরা হইতে গুলিস্তান ৯০ টাকা, নবাবগঞ্জ থকে ৮০ টাকা,বাগমারা থেকে ৭০টাকা ভাড়া ধার্য করেছে। বাসটি বান্দুরা হয়ে মাঝির কান্দা,নবাবগঞ্জ,শুরগঞ্জ, কোমরগঞ্জ,টিকরপুর হয়ে ঢাকা গুলিস্তান যাওয়ার কথা রহিয়াছে।

সরজমিনে গিয়ে দেখা যায় বান্দুরা বাসস্টান্ডটি এন মল্লিক সহ অন্যান্ন কোম্পানী স্টান্ডটি দখল করে রেখেছে এবং যাত্রা কালে বিআরটিসি বাসকে সাইড দেয়না বলে অভিযোগ পাওয়া যায়।

আপনার মতামত দিন