নবাবগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগ: গ্রেপ্তার ২

270

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নামের এক গৃহবধূকে এসিড ঝলসে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ১৪ আগষ্ট মঙ্গলবার রাত ১টার দিকে শিকারীপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রাম থেকে আরজিনা বেগম (২৩) ওই গৃহবধূর লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে লাশ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. ফারুক মিস্ত্রী (৫৫) ও তার প্রতিবেশী মো. দাউদ খান (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার রাত ১২টার দিকে আরজিনা বেগমের স্বামী ফারুক মিস্ত্রী চিৎকার করে। এলাকাবাসী এসে ঘরের মেঝেতে গৃহবধুর শরীর ঝলসানো লাশ পরে থাকতে দেখে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে জানায়। রাত ১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. রাকিবুল জানান, লাশের মাথা থেকে উপরের অংশ ঝলসানো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর মাথা থেকে পেট পর্যন্ত এসিডে ঝলসে দেয়া হয়েছে।

নিহতের বাবা ফালু বেপারি বাদী হয়ে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, তার মেয়েকে এসিড ঢেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, নিহত গৃহবধু আরজিনা ফারুকের তৃতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রীকেও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে।

আপনার মতামত দিন