নবাবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

439

নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামে এক প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ যুবক আহত হয়েছেন। আহতরা হলেন মো. ফারুক, মো. আলামিন মোল্লা ও মো. রানা।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাহ্রা গ্রামের মিঠু, মো. আবু বকর, মো. হেলাল রবিউল ও সালামের নেতৃত্বে ৫-৭ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে আহতদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা জানান, শুক্রবার বিকালে বাহ্রা গ্রামে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার এক পর্যায়ে মনির নামে এক খেলোয়াড়কে কমিটি খেলা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে মনির এ সিদ্ধান্ত সঠিক হয়নি বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়। পরে মনির তার স্ট্যাটাস ফেসবুক থেকে মুছে ফেলে। মুলত এই খেলোয়ারকে খেলা থেকে বিরত রাখা নিয়েই কথা কাটাকাটি এবং এর পর সংঘর্ষে জড়িয়ে পরে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. বাছির উদ্দিন জানান, আহতদের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন