নবাবগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত

449
নবাবগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখা উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ই অক্টোবর শুক্রবার দুপুরে দোহার-নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাস বটমূলে সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, সদস্য তাহমিন আহমেদ পিংকু, নবাবগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মো. ইব্রাহীম খলিল।

সম্মেলনে মানবেন্দ্র দত্তকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য- স্বপন রানী বক্সী, শরফুদ্দিন আহমেদ, তোফাজ্জল হোসেন, মো. নাসির উদ্দিন, আলহাজ উলাহ রাজা, মো. বজলুর রশিদ, মো. শাহ আলম, জাকির আহমেদ, আল মেরাজ, জুয়েল মাহমুদ, বিপ্লব ঘোষ, ওহামা আক্তার, সামছুন্নাহার বেগম প্রমুখ। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আপনার মতামত দিন