নবাবগঞ্জে ১৪ ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীগণ

471

মাসুম পারভেজ রবিন ♦ শিকারীপাড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলীমুর রহমান খান পিয়ারা, তিনি কাপ পিরিচ প্রতীক নিয়ে নির্বাচন করেন।

জয়কৃষ্ণপুর ইউনিয়নে বিজয়ী হন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোতাহার হোসেন (আনারস) বিজয়ী হয়েছেন।

বারুয়াখালী ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন খান (আনারস)বিজয়ী হয়েছেন।

নয়নশ্রী ইউনিয়ন মোঃ পলাশ চৌধুরী (দেওয়াল ঘড়ি) বিজয়ী হয়েছেন।

যন্ত্রাইল ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নন্দলাল সিং (গরুর গাড়ি) বিজয়ী হয়েছেন।

বান্দুরা ইউ ইউনিয়নে বিএনপি  সমর্থিত বর্তমান চেয়ারম্যান মোঃ হিল্লাল মিয়া (আনারস) বিজয়ী হয়েছেন।

কলাকোপা ইউনিয়নে তৈয়ব আহমেদ (দেয়াল ঘড়ি) বিজয়ী হয়েছেন।

বক্সনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এরশাদ আল মামুন (তালা) বিজয়ী হয়েছেন।

বাহ্রা ইউনিয়নে খন্দকার আশফাক সমর্থিত প্রার্থী মোঃ সুবেদুজ্জামান সুবেদ (দেয়াল ঘড়ি) বিজয়ী হয়েছেন।

কৈইলাইল ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন (চশমা)বিজয়ী হয়েছেন।

আগলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপি’র একাংশের সভাপতি আবেদ হোসেন (দেয়াল ঘড়ি) বিজয়ী হয়েছেন।।

গালিমপুর ইউনিয়নে ছাত্রদল নেতা তপন মোল্লা (দোয়াত কলম) বিজয়ী হয়েছেন।

চুড়াইন ইউনিয়নে আবু সাইদ (আনারস) বিজয়ী হয়েছেন।

অন্য খবর  নিশ্চিত বিজয়ের পথে বক্সনগর ইউনিয়নের আব্দুল ওয়াদুদ মিয়া

শোল্লা ইউনিয়নে মোঃ ফজলুল হক ফজল (দেওয়াল ঘড়ি) বিজয়ী হয়েছেন।

 

ছবি: বান্দুরা ইউনিয়নের সাদাপুর কেন্দ্রের বাইরে ভোটদানের সময়সীমা শেষ হবার পর ফলাফলের অপেক্ষায় ভোটারগণ

আপনার মতামত দিন