নবাবগঞ্জে আফজাল হত্যাকারীর ফাঁসি দাবিতে মানববন্ধন

213

 

ঢাকার নবাবগঞ্জে আফজাল হোসেন বাবুর হত্যাকারী মিজানের ফাঁসি চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে ঢাকা-বান্দুরা মহাসড়কে নবাবগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বুধবার রাতে বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে আফজাল হোসেন বাবুর (২৬) ঘরে ঢোকে একই গ্রামের মিজান। সে ইয়াবা সেবন করতে চায়। তাতে বাবু বাধা দিলে মিজান তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। বাবুর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে মিজান পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মহির উদ্দিন জানান, আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন