নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

68
নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

 

দোহারনবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন” -প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

এনজিও কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে রোববার (৩ নভেম্বর) সাড়ে ১১টায় এ উপলক্ষে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বড়গোল্লা অগ্রণী সংঘের ফটক থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি গোল্লা গীর্জা হয়ে গোল্লা খেয়াঘাট ঘুরে ক্লাবে ফিরে আসে।

ক্লাব সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোল্লা ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার অমল খ্রীষ্টফার ক্রস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাসের আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির প্রতিনিধি সেলেষ্টিন রোজারিও।

পাদ্রিকান্দা আশাগৃহের ইনচার্জ সিস্টার মেরী সুধার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সভাপতি নরেশ চন্দ্র সরকার, উন্নয়ন মিত্র অ্যাডভোকেট নাসির উদ্দিন, উন্নয়ন মিত্র টমাস রোজারিও, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য সুকান্ত সরকার, গোল্লা যুথি সংঘের সভাপতি বিমল গমেজ প্রমুখ।

 

আপনার মতামত দিন