নবাবগঞ্জে আওয়ামীলীগের প্রচারপত্র বিলি

314
নবাবগঞ্জে আওয়ামীলীগের প্রচারপত্র বিলি

ঢাকার নবাবগঞ্জে আওয়ামীলীগের পক্ষে নির্বাচনী প্রচারপত্র বিলি করেছেন নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার জয়কৃষ্ণপুর, বারুয়াখালী, চুড়াইন, গালিমপুর, বক্সনগর, বাহ্রা, কলাকোপা ইউনিয়নের পৃথকভাবে প্রচারপত্র বিলি করা হয়। সকাল ১০টা থেকে চুড়াইন বাজার থেকে প্রচারণা শুরু করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুসহ নেতাকর্মীরা। পরে গোবিন্দপুর বাজার, গালিমপুর, কোমরগঞ্জ, বাহ্রা, দিঘিরপাড়, বাগমারা বাজার হয়ে বিকালে কাসিমপুরে এসে শেষ হয়।

অপরদিকে, বেলা সাড়ে ১০টা থেকে শিকারীপাড়া বাজার থেকে শুরু করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনসহ নেতাকর্মীরা। পরে জয়কৃষ্ণপুরের বিভিন্ন পয়েন্টে প্রচারপত্র বিলি করে শেষে বিকালে আজকের মতো শেষ করা হয়। এসব স্থানে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য দেওয়ান আওলাদ হোসেন, সাবেক সহ-সম্পাদক অসীম সরকার, আওয়ামীলীগ নেতা- আলীমুর রহমান খান পিয়ারা, আব্দুল জলিল বেপারী, আবুল হোসেন মোড়ল, আব্দুল বাসেত, আবুল হোসেন, মোতালেব হোসেন, জালাল উদ্দিন রুমি, মো মুন্না, ফরহাদ কবির, মো শহিদ, মো. পলাশ প্রমূখ।

আপনার মতামত দিন