নবাবগঞ্জে আওয়ামী লীগ মনোনয়ন পেলেন দুই মহিলা প্রার্থী

149

স্টাফ রিপোর্টারঃ নারীর ক্ষমতায়ন বাড়াতে এবার দশম ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জের মধ্যে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের রেশমা আক্তার ও আগলা ইউনিয়নের শিরিন চৌধুরীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে।

এই উপজেলায় প্রথম বারের মত দুইজন মহিলা প্রার্থীকে নৌকা প্রতীক দেয়া হলো। রেশমা আক্তার জয়কৃষ্ণপুর ইউনিয়নের আওয়ামী লীগ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল হোসেনের মেয়ে।

তিনি বর্তমানে নবাবগঞ্জ উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি ও ঢাকা জেলা দক্ষিণ মহিলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে শিরিন চৌধুরী আগলা ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। শিরিন চৌধুরী আগলা ইউনিয়নের বাঢ়িখালী গ্রামের বাসিন্দা। তিনি দলের যুগ্ম আহবায়ক ঢাকা জেলা দক্ষিণ মহিলা আওয়ামী লীগ ও সাবেক সাধারণ সম্পাদক ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন।

দোহার ও নবাবগঞ্জ উপজেলার মধ্যে এই দুইজন মহিলা প্রার্থীকেই আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছেন। দোহারে কোন মহিলা প্রার্থী নেই। সেক্ষেত্রে অনেকের দৃষ্টি থাকবে এই দুই প্রার্থীর দিকে।

আপনার মতামত দিন