নবাবগঞ্জ উপজেলায় ‘বৈদেশিক কর্মসংস্থান নিয়োগ প্রক্রিয়ায় সচ্ছতা ও জবাবদিহিতা তৈরিতে করণীয়’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজন করেন।
গতকাল ২৫ এপ্রিল ঙ্গলবার দুপুর ২টায় উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রবাস ফেরত কর্মীসহ নানা শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শহীদুল আমীন, সমবায় কর্মকর্তা আবু জাফর, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, নবাবগঞ্জ প্রেস ক্লাব আহবায়ক আলম হোসেন ইউপি সচিব গোলাম মোস্তফা, ওকাপের প্রকল্প পরিচালক আকিব আনোয়ার, প্রকল্প কর্মকর্তা মো. বায়েজিদ আলম, প্রশিক্ষক সালমা আক্তার প্রমূখ।