নবাবগঞ্জে অটোর চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

436

শেখ ফয়সাল /শেখ মো আল-আমিন,নিউজ৩৯: মংগলবার নবাবগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে গলায় ফাস লেগে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রুহি উপজেলার শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামের বাসিন্দা রুহুল বেপারীর একমাত্র মেয়ে। তিন ভাইবোনের মধ্যে সে মেজো।

রুহি আক্তার সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী।  নবাবগঞ্জ উপজেলা সদর থেকে প্রাইভেট শেষ করে বাসায় ফেরার পথে অটোতে করে আসছিলো। হায়াতকান্দা নামক স্থানে অটোর সিটের নিচে তার উড়না পেঁচিয়ে গেলে অটোরিকশা থেকে সে ছিটকে পড়ে যায়। 

দ্রুত তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে কলেজ, পরিবার এবং এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

আপনার মতামত দিন