নবাবগঞ্জ হলিক্রসে শিল্পকলার শাখা উদ্বোধন

648
নবাবগঞ্জ হলিক্রসে শিল্পকলার শাখা উদ্বোধন

নবাবগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আঞ্চলিক শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের এ আঞ্চলিক শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি তার বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনের অন্যতম মাধ্যম হচ্ছে সংস্কৃতি। তাই গ্রাম-গঞ্জের থেকে সব শ্রেণী-পেশার মানুষকে সংস্কৃতির দিকে এগিয়ে আসার আহ্বান জানান। বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিপু রোজারিও (সিএসসি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া, নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কেরানীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য খালিদ হোসেন সুমন, মুশফিকুর রহমান পলাশ প্রমুখ।

আপনার মতামত দিন