নবাবগঞ্জ ও দোহারে আন্তজার্তিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালন

    250

    নবাবগঞ্জ প্রতিনিধিঃ বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালিত হয়েছে।

    একুশের চেতনায় উদ্ভাসিত হয়ে বৃহস্পতিবার ভোরে প্রভাত ফেরির আয়োজন করেন দুই উপজেলা প্রশাসন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পূস্পার্ঘ অর্পন করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের পর পরই অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    নবাবগঞ্জে শ্রদ্ধা জানান- আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা কেএস আলম পোখরাজ, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আবু বক্কর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মনজুর হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা আওয়ামীলী নেতা মিজানুর রহমান ভূইয়া কিসমত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মানবেন্দ্র দত্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এসএম সাইফুল ইসলাম, ঢাকা জেলা (দক্ষিণ) তাঁতীলীগের সাধারণ সম্পাদক মুশিফিকুর রহমান পলাশ, উপজেলা স্বে”ছাসেবকলীগের সভাপতি পলাশ চৌধুরী, জাতীয় পার্টি নেতা আসাদুজ্জামান চৌধুরী রানা প্রমূখ।

    অন্য খবর  ১৫ বছর পর ঢাকা জেলা যুবদলের কমিটি গঠনঃ সভাপতি - সেক্রেটারীর দুই পদ

    দোহারে শ্রদ্ধা জানান- ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, ওয়ার্কার্সপার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরডে করম আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, উপজেলা জাতীয়পার্টির সভাপতি আলাউদ্দিন আল আজাদ প্রমূখ।

    দুপুরে দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস বটমুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন কুঞ্জকানন সাহিত্য পরিষদ। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অ¯’ায়ী মঞ্চ তৈরী করে দেশাত্ববোধক গান, নাটক পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা।

    ছবির ক্যাপশন: ১. নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন।

    আপনার মতামত দিন