ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি করোনা টিকাদান কর্মসূচিসহ সকল নিয়মিত সেবাদান কর্মসূচির সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ঢাকা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো: মঈনুল আহসান, কেরানীগঞ্জ ইউএইচএফপিও ডাঃ মোঃ মশিউর রহমান সহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম বলেন, নবাবগঞ্জের ৪০টি কমিউনিটি ক্লিনিকে নিবন্ধন কাজের জন্য ল্যাপটপের চাহিদার কথা অতিরিক্ত মহাপরিচালক মহোদয়কে অবগত করলে তিনি ল্যাপটপ প্রদানের আশ্বাসের দেন। এছাড়া আমাদের সেবাদান কর্মসূচির কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন।
আপনার মতামত দিন