উপজেলা পরিষদ নির্বাচনে নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলাম প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী খন্দকার আবু আশফাক। তিনি পেয়েছেন ৭১ হাজার ৫৪৬ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ঝিলু মটর-সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ১৩৬ ভোট। খন্দকার আবু আশফাক ২৬ হাজার ৪১০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।
অন্যান্যদের প্রাপ্ত ভোট সংখ্যা:
মাকসুদ খান মজলিস (কাপ পিরিচ)- ১০,৬৯৬ ভোট
শেখ হান্নান (ঘোড়া)- ২,৬১২ ভোট
ভাইস-চেয়ারম্যান পদে মহসিন রহমান আকবর মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৩৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরুল আলম আতিকী বৈদ্যুতিক বাল্প প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৪২২ ভোট। ফলাফল- মহসিন রহমান আকবর ১৯ হাজার ৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যান্যদের প্রাপ্ত ভোট সংখ্যা:
হুমায়ন কবির (সিংহ)- ১২৬০৯ ভোট
নাসির আহম্মেদ পলাশ (জাহাজ)- ১০১৪৮ ভোট
মো:আজিজুর রহমান ভূইয়া (তালা)- ৯৭৩০ ভোট
এড.দিপঙ্কর সরকার (চশমা)-৯,২৯৫ ভোট
মনিরুজ্জামান মনির (টিউবওয়েল)- ৮৬৮০ ভোট
বোরহান হোসেন (টাইপ রাইটার)- ৬০৮৪ ভোট
শাহীন ইকবাল (বই)- ৫৭৬১
মো: মাসুদ মোল্লা (উড়ো জাহাজ)- ৪৪৫১ ভোট
সাগর (দাবা বোর্ড)- ৩৫৮২ ভোট
আব্দুল সামাদ (টিয়া)- ১৭৩৪ ভোট
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে অ্যাড মরিয়ম জালাল কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ হাজার ৮৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াসমিন আক্তার প্রজাপ্রতি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ২৮৫ ভোট। ফলাফল- অ্যাড মরিয়ম জালাল ১০ হাজার ৫৭৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।