সারাদেশে ধর্ষণের প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রতিবাদী ছাত্র সংঘ। আজ শনিবার বেলা ১১টার দিকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আহির আহমেদ ও সাধারণ সম্পাদক মিতুল হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী সরকারী শ্রীনগর কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীনগর বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করে। এসময় বক্তারা সারাদেশের ধর্ষণের প্রতিবাদ করে ধর্ষকদেরকে নিঃশর্ত ফাঁসি দাবী করেন এই মানববন্ধনে তারা বলেন, দেশে চলমান ধর্ষণের ঘটনার উপযুক্ত বিচার না হলে প্রতিবাদী ছাত্র সংঘঠন তাদের আন্দোলন চালিয়ে যাবে।
অপরদিকে সরকারী শ্রীনগর কলেজের ছাত্ররা দুপুর ১২ টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এসে ধর্ষকদের বিচার দাবী করে মানববন্ধন করে।
আপনার মতামত দিন