ধর্ম যার যার দেশটি সবার – নির্মল রঞ্জন গুহ

317

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা জেলা পুজা উৎসব কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ বলেছেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি ক্ষমতায় থাকলে দেশে অসাম্প্রদায়িকতা বজায় থাকবে যার যার ধর্ম নিজেরমত করে পালন করতে পারবেন। ধর্ম যার যার দেশটি সবার এই হোক সকলের উন্নয়নের শ্লোগান।

এরপর দোহারে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে প্রধান অতিথি হিসাবে বিভিন্ন পুজামন্ডপে নগদ অর্থ প্রদান করেন ও গরিব অসহায়দের মাঝে বস্র বিতরণ করেন।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী বর্তমান আওয়ামীলীগ নেতা,জাফর ইকবাল লাভলু শিকদার। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মাহবুব বেপারী, হুমায়ূন ফাউন্ডেশন এর কর্নধার মোঃ হুমায়ূন কবির প্রমুখ।

 

আপনার মতামত দিন