সাতক্ষীরায় স্কেবেটর মেশিনের চাপায় দোহারের শ্রমিক নিহত

511

সাতক্ষীরার তালা উপজেলাধিন জালালপুর ইউনিয়নের জেঠুয়া বাজার সংলগ্ন কপোতাক্ষ নদ খননের সময় স্কেবেটর মেশিনের মাটির তলায় চাপা পড়ে মিজানুর রহমান (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান দোহার গ্রামের আসাদুল শেখের ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহতের খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত দিন