দোহারের মৈনটঘাট থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক জন আটক

268

নিউজ৩৯, ডেস্কঃ দোহার থানা পুলিশের বরাত থেকে জানা যায়, ২রা ফেব্রুয়ারী রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন এবং ওসি তদন্ত মো. আরাফাতের নেতৃত্বে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো.শাহ আলম, এসআই মো. মনিরুজ্জামান এবং এএসআই দিনেশ ঘোষ সহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মৈনটঘাট থেকে ৩০০০(তিন হাজার) পিস ইয়াবাসহ জহর আলী নামক এক ব্যাক্তিকে আটক করে।

আটককৃত জহর আলী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগড় ইউনিয়নের ছদ্দি গ্রামের আনারউদ্দিনের ছেলে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোহারের মৈনট ঘাট থেকে স্পিডবোট যোগে গোপালগঞ্জে যাবার সময় তাকে আটক করা হয়।

আপনার মতামত দিন