দোহারের মুকসুদুপুরে মোটর বাইক দূর্ঘটনাঃ নিহত ১

817

গাজী নাদিম,নিউজ৩৯ঃ দোহার উপজেলার মুকসুদপুরে বুধবার দুপুরে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, বুধবার দুপুরে মুকসুদপুরে লঞ্চ ঘাটের সামনের ঢাকা-দোহার রাস্তায় বিপরীত দিক থেকে তীব্র গতিতে আসা ২টি বাইকের মুখোমুখি সংঘর্ষে সুজন(৩২) নামে RTR বাইকের চালাক ঘটনাস্থলেই প্রাণ হারান। তার বাড়ী মুকসুদপুরের মইতপারা গ্রামে। সে ২ সন্তানের জনক। গুরুতর আহত অপর বাইক চালক নুর আলমকে ঢাকা পংগু হাসপাতালে রাতে অপারেশন করা হয়, সেখানে তার ৫ব্যাগ রক্তের প্রয়োজন হয় বলে, তার আত্মীয় আলমগির হোসেন নিউজ৩৯কে জানান। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

প্রশিক্ষণবিহীন এবং ফাকা রাস্তায় বেপোরোয়া ড্রাইভিং এ মোটরসাইকেল দূর্ঘটনা দোহারে একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রশাসনের আইন প্রয়োগে শীথিলতা ও অভিভাবকদের চরম উদাসীনতাইয় মোটর বাইক দূর্ঘটনা এড়াতে পারছেনা বলে এলাকাবাসীর অভিমত।

আপনার মতামত দিন