দোহারের কাচারীঘাট বাজারে চুরি

758
নবাবগঞ্জ

দোহার উপজেলার কাচারীঘাট ইকরাশী বাজারে তারেক মেডিক্যাল হল নামে একটি ওষুধের ফার্মেসিতে চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে গত রাতের কোন এক সময় চুরি সংঘটিত হয়। দোকানের মালিক তারেক রহমান জানান, সকাল ১০ টায় দোকান খুলতে এসে দেখি তালা ভাঙ্গা । দোকানে প্রবেশ করে দেখতে পাই দামি ওষুধগুলো নেই। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি পুলিশে খবর দেন।

এ ব্যাপারে দোহার থানা উপ-পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, চুরির ঘটনা শোনার পর আমি দোকানটি পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে চুরির ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

আপনার মতামত দিন