দোহারের বহুল আলোচিত জয়পাড়া পরিবহনের শ্রমিক আসাদ হত্যা মামলার চার্জশীট আদালতে দাখিল করেছে দোহার থানা পুলিশ। গত ৬ আগস্ট ১২ জনকে অভিযুক্ত করে চার্জশীট আদালতে প্রেরণ করে দোহার থানা পুলিশ।
এদের মধ্যে আছেন নবাবগঞ্জের চুড়াইনের মৃত আব্দুল মজিদের ছেলে হাবিব, শরীয়তপুরের শাহাদাতের ছেলে আল আমিন, দোহারের ইউসুফপুরের করম আলীর ছেলে কাজল, দোহারের ইকরাশীর আলী ব্যাপারীর ছেলে নাছির উদ্দিন, পূর্ব জয়পাড়া গ্রামের তাইজুদ্দিনের ছেলে সাইদ, মৈনটের সালামের ছেলে কাদের, চর জয়পাড়া গ্রামের আফতাব ব্যাপারীর ছেলে মুর এ আলম, নবাবগঞ্জের খানে হাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে পলাশ, মানিকগঞ্জের শেখ শফিউদ্দিনের ছেলে আফজাল, ইউসুফপুরের ফজলুল হকের ছেলে তরিকুল ইসলাম লিটন, জয়পাড়ার আব্দুল মান্নানের ছেলে সাইদুল ফকির ও গাড়ির ড্রাইভার মিজানুর রহমান মিজান।
উল্লেখ্য ২০১৪ সালের ৪ এপ্রিল কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর বেইলি ব্রীজের নিচ থেকে জয়পাড়া পরিবহনের শ্রমিক আসাদের লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ।