দোহারে ৩০ ইয়াবাসহ যুবক আটক

1313

দোহার থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন স্যারের নেতৃত্বে দোহার থানা এলাকায় মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ কামরুল ইসলাম ওরফে অন্তর হাসান (২৭)। তার পিতা-শেখ তাসের আলী, সাং-ডাইয়ারকুম, থানা-দোহার।

রবিবার সন্ধ্যা ৭.৩০টায়  দোহার উপজেলার ডাইয়াগজারিয়া সাকিনস্থ ডাইয়াগজারিয়া তিন রাস্তার মোড়ে জনৈক ইলিয়াস এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে দোহার থানার এসআই সৈয়দ মেহেদি হাসান, এসআই মো: শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করে।

আপনার মতামত দিন