দোহারে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

454

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার দোহারের পদ্মা নদীতে ইলিশ নিধনের সময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম আল-আমীনের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস দোহারের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও তোতা মিয়া নামে এক জেলেকে আটক করে প্রশাসন। জব্দকৃত কারেন্ট জালগুলো তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত তোতা মিয়া ফরিদপুর জেলার নন্দলালপুর এলাকার জাহাঙ্গীর চোকদারের ছেলে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়া, নারিশা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী ও মুকসুদপুর ইউপি চেয়ারম্যান এম.এ. হান্নান।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট কেএম আল-আমীন বলেন, জাতীয় সম্পদ ইলিশ নিধনে সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে প্রতিদিনই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন