দোহারে ১০৫০ পুরিয়া হেরোইনসহ আটক ১ জন

251

বৃহস্পতিবার দোহার থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজ্জাদ হোসেনের নেতৃত্বে দোহার থানা এলাকায় মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে ১০৫০ পুরিয়া হেরোইন সহ আসামী শেখ হোসেন (৩৪)কে আটক করেছে দোহার থানা পুলিশ। তার পিতা-মৃত আজর আলী, সাং-নাগেরকান্দা, থানা-দোহার।  বৃহস্পতিবার সকাল  ৭টায় দোহার থানার লটাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ইটের সোলিং রাস্তার উপর হইতে দোহার থানার এএসআই মো: আরিফ হোসেন সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

আপনার মতামত দিন