দোহারে স্কুলছাত্রী অপহরণ

297

বুধবার সকালে দোহার উপজেলার জেলার সুতারপাড়া ইউনিয়নের মিজাননগর গ্রাম থেকে বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসার সময় কাঠ বাগান এলাকা থেকে  রুমানা আক্তার (১৪) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী অপহƒত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রুমানা ওই গ্রামের আবুল মুন্সির মেয়ে। সে উপজেলার সুতারপাড়া ইসলামাবাদ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মিজাননগর গ্রাম থেকে স্কুলছাত্রী রুমানা আক্তার ইসলামাবাদ উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে মিজাননগর কাঠবাগান এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে মিন্টু (২৫) তার সহযোগীদের সহায়তায় মাইক্রোবাসযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে রুমানার পিতা আবুল মুন্সী দোহার থানায় একটি মামলা করেন।মামলা নং ০২/০৫ অভিযুক্ত অপহরণকারী মিন্টু একই গ্রামের মৃত কুটি মুন্সির ছেলে। দোহার থানার পরিদর্শক (ওসি) আলমগীর হোসেন নিউজ৩৯কে বলেন, অপহরণ নয়, প্রেমঘটিত কারণ। পুলিশ রুমানাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত দিন