দোহারে সেন্টু-ঝিন্টুর বাড়িতে ডিবির অভিযান

804
দোহারে সেন্টু-ঝিন্টুর বাড়িতে ডিবির অভিযান

ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ঝিন্টু বেপারী ও সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সেন্টুর বাড়িতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  রবিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ঝিন্টু বেপারী ও শফিকুল ইসলাম সেন্টুকে বাড়িতে পাওয়া যায়নি বলে জানা গেছে। সেন্টুর স্ত্রী তানিয়া সুলতানা ও চাচী আনোয়ারা বেগম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, বেলা ১২টার দিকে ডিবি পরিচয়ে ১০/১২ জন্য সদস্য বাড়িতে ঢুকে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

অন্যদিকে ঝিন্টুর প্রতিবশীরা জানান, ওই বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও হাতকড়া উদ্ধার করে নিয়ে গেছে অভিযানে আসা সদস্যরা।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা এর সহকারি পরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের অংশ হিসেবে ঝিন্টু বেপারী ও শফিকুল ইসলাম সেন্টুর বাড়িতে অভিযান চালানো হয়েছে। এসময় ঝিন্টু বেপারীর বাড়ি থেকে ২টি রিভালবার, ২ রাউন্ড গুলি ও একটি হ্যান্ডকাপ উদ্ধার করা  হয়েছে। তবে শফিকুল ইসলাম সেন্টুর বাড়িতে কিছু পাওয়া যায়নি। ঝিন্টুর স্ত্রী তাহমিনা আক্তারকে আটক করা হয়েছে।

অন্য খবর  জঙ্গিরা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়: সালমা ইসলাম

উল্লেখ্য যে, সম্প্রতি ঝিন্টু বেপারীকে রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

আপনার মতামত দিন