দোহারে সালমান রহমান এমপির শীতবস্ত্র বিতরণ

140

জাকির জর্ডান ও গাজী নাদিম মাহমুদ, নিউজ৩৯ঃ ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষ থেকে দোহারের ফুলতলা,পল্লীবাজার,দুবলি এলাকায় বুধবার দিবাগত রাতে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সালমান এফ রহমান এমপির পক্ষে তার প্রতিনিধি মুসফিকুর রহমান লিমন এবং দোহার উপজেলা আওয়ামীলীগের সদস্য সোয়েম মিয়া বিভিন্ন এলাকা ঘুরে ঐ অঞ্চলের প্রায় ২ হাজার শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

আপনার মতামত দিন