দোহারে সাপের কামড় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

68

ঢাকার দোহার উপজেলায় সাপের কামড় বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইনন্সেপটা ফার্মাসিকেল লিমিটেডের আয়োজনে জয়পাড়া সেন্টারশীপ রেস্টুরেন্টের ২য় তলায় এ সেমিনার করা হয়।

সেমিনারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের বৈজ্ঞানিক ভাবে সাপের কাপড়ের প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে কিভাবে সাপে কাটলে চিকিৎসা দিতে হয় সে বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়। চিকিৎসকরা বলেন, সাপে কামড় দিলে ভয় না পেয়ে তাৎক্ষনিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাপে কামড়ের ঔযুধ ও চিকিৎসা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাওয়া যাচ্ছে।

এ সময় সেমিনারে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিমউদদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন সাদ্দাম হোসাইন ও মাঈনুল হক সোহাগের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মামুন খান, নুসরাত তারিন তন্নিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত দিন