দোহারে সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

1

মাহমুদুল হাসান সুমন:ঢাকা জেলার দোহার উপজেলায় নারিশা ডাক বাংলো এলাকায় গত সোমবারের সড়ক দূর্ঘটনার রিদয় মৃধা(১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত রিদয় মৃধা একই উপজেলার পদ্মা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ১ম বর্ষের শিক্ষার্থী এবং নারিশা খালপাড় নিবাসী মো:জালাল মৃধার ছেলে।

জানা যায়,গত সোমবার সকাল ১১.৪৫ টার সময়  একটি বালুর ট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো ড-১১৯১৮১
ও একটি পিকাপ, যার নম্বর ঢাকা মেট্রো ন-১৮৩৪৭৩
ও একটি মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই ছাত্র গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর ইউনিয়নের ফুলতলার আব্দুর রাজ্জাক হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন। দুজনেই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন৷ সংকটজনক অবস্থায় শুক্রবার ভোর ৫.৩০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য,প্রতিনিয়ত বালুবাহী ট্রাক এই এলাকার রাস্তায় যত্রতত্রভাবে চলাফেরা করে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে এইসব বেপরোয়া ট্রাক প্রায় প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটাচ্ছে। এসব ট্রাকের গতি বেপরোয়া, চালকদের নেই ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির নেই ফিটনেস সনদপত্র। এদিকে ট্রাক ও পিকাপ এর ধাক্কায় গুরুতর আহত অন্য এক শিক্ষার্থী একই কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী  মো:সুলতান, তার অবস্থা আশংকামুক্ত।

অন্য খবর  জয়পাড়া পাইলট স্কুলে স্কাউট গ্রুপের ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠিত

রিদয় মৃধার এ মৃত্যুতে কলেজের শিক্ষার্থী,শিক্ষক ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সবাই এই দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান। এদিকে শিক্ষার্থীরা এএসপি সার্কেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছেন।
এই ব্যাপারে দোহার থানার ওসি মো:রেজাউল করিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এ ব্যাপারে মামলা হয়েছে এবং আসামী গ্রেফতার করা হয়েছে। উপরন্তু মামলার তদন্তে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

আপনার মতামত দিন