দোহারে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পক্ষ থেকে ইফতার বিতরণ

273
দোহারে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পক্ষ থেকে ইফতার বিতরণ

ঢাকার দোহার উপজেলা ও পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পক্ষ থেকে খেটে খাওয়া দিনমজুর ও গরীব অসহায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৫শে এপ্রিল) আসর নামাজের পর অসহায় ভাসমান মানুষ ও খেটে খাওয়া দিন মজুর দের  মাঝে দোহার থানার মোড়ে ও রতন চত্ত্বরে প্রায় ৫শত লোকের মাঝে তৈরি খাবার ও ইফতারী বিতরণ করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য সুরুজ আলম সুরুজ ও ঢাকা জেলা শেখ রাসেল পরিষদের সভাপতি- মোঃ সাইফুল ইসলাম।

এসময় সুরুজ আলম বলেন,আমাকে এই সুন্দর উদ্যোগে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানোর জন্য দোহার উপজেলা শেখ রাসেলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি- শেখ সাগর আহমেদ, সাধারণ সম্পাদক- শেখ হৃদয় মাদবর, সাংগঠনিক সম্পাদক-আকাশ, রায়হান, পৌরসভা শেখ রাসেল পরিষদের সভাপতি- শের আলী, সাধারণ সম্পাদক- শাহীন মাহমুদ,  দোহার উপজেলা ও পৌরসভা শেখ রাসেল পরিষদের নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন